বাংলা ভাষাভাষীদের Spoken English এ দুর্বলতার ৫ টি কারন & Tips to Improve
In this post I would like to identify some of the reasons why most of the Bangla speaking people are so weak in English and to suggest some tips to improve Spoken English.
সম্পূর্ণ পোস্টটি ভিডিও আকারে দেখুন-
আপনার 1st Language যদি বাংলা এবং Target Language যদি ইংলিশ হয়ে থাকে; আপনি দীর্ঘদিন যাবত English Study করে আসছেন, কিন্তু প্রত্যাশিত Fluency অথবা সফলতা পাচ্ছেন না; আপনি প্রচুর Vocabulary মুখস্থ করেছেন, কিন্তু Real time situation এ Spoken English এ দুর্বলই রয়ে গেছেন। সর্বোপরি আপনি যদি আপনার Basic English Communicative Skills কে improve করতে চান তাহলে এই post টি আপনারই জন্য।
শুরুতেই সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে ভাইরাল হওয়া দুইটি ভিডিও এর অংশ বিশেষ আমরা দেখে নিব।
Clip # 1: Bangladeshi rickshaw puller speaking English fluently:
Clip # 2: Some of the GPA 5 holders in SSC cannot translate simple sentences in English:
১ম ভিডিও ক্লিপটিতে আমরা দেখলাম একজন ইয়াং রিক্সা চালক, কখনো কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ না করেও খুব সাবলীল ভাবে ইংরেজি বলে যাচ্ছে। অন্য দিকে, দ্বিতীয় ক্লিপটিতে সদ্য এস এস সি পাশ করা কয়েকজন স্টুডেন্ট, দীর্ঘ ১০ বছর ধরে ইংরেজি পড়ার পরেও “আমি জিপিএ ৫ পেয়েছি” বাক্যটিকে ইংরেজিতে ঠিকমত বলতে পারছে না।
সুপ্রিয় পাঠক, এই লেসনটিতে আমরা আলোচনা করবো, রিক্সা চালক ছেলেটির সাবলীল ভাবে Spoken English এ দক্ষতার রহস্য কি। অথবা দীর্ঘদিন ধরে ইংরেজিকে পাঠ্য হিসেবে অধ্যয়ন করার পরেও, ভালমত ইংরেজি বলতে না পারা এই ছাত্রটি তথা বাংলা ভাষাভাষী বেশিরভাগ মানুষের ইংরেজি ভাষায় দুর্বলতার কারন কি।
Reason # 1
Hesitation
পাছে লোকে কিছু বলে
ছোট বেলায় কবি কিমিনী রায়ের একটি কবিতা পড়েছিলাম-
করিতে পারি না কাজ, সদা ভয়, সদা লাজ,
সংশয়ে সংকল্প সদা টলে,
পাছে লোকে কিছু বলে।
আমাদের মনে রাখতে হবে, ইংরেজি একটি ভাষা যাকে বাস্তবে ব্যাবহারের মাধ্যমে আয়ত্ত করতে হয়। কিন্তু বাংলা ভাষাভাষীদের ক্ষেত্রে যা হয়ে থাকে তা হচ্ছে যখনই ইংরেজিতে কথা বলার প্রয়োজন হয়, রাজ্যের সমস্ত সংশয়, লজ্জা, ভয় এসে ঘিরে ধরে।
Therefore, if you really want to improve your English, the first thing you have to do is you must overcome your hesitation, shyness and fear of English as a foreign language.
আবার আর একটি বিষয় যা এই সংশয়কে আরো বাড়িয়ে তোলে তা হলো, Fear of mistake। বেশিরভাগ Second Language Learners of English ই মনে করেন, আমি ইংরেজি বলতে পারি না; আমার ইংরেজিতে অনেক ভুল; আগে ভুল গুলো শুধরে নেই, তার পরে কথা বলা শুরু করবো। এভাবে, আর শুরু করাই হয়ে ওঠে না।
আচ্ছা, আপনার বাসায় নিশ্চয় ২/৩ বছর বয়সী বাচ্চা আছে? ঐ বাচ্চাটি যখন হাটা শিখতে গিয়ে বারবার হোঁচট খায় তখন কি আপনি তাকে থামিয়ে দেন, “বাবা তোমার আর হাটা শেখা লাগবে না”, অথবা রাগ করেন, “এই পড়ে গেলি কেন?”। নাকি, তাকে আবারো দাড় করিয়ে দেন, উৎসাহ দেন, যাতে সে খুব দ্রুত হাটা শিখতে পারে এমনকি দৌড়াতেও পারে?
একই ভাবে, যে কোন ভাষা শেখা মুলত একটি বাচ্চার হাটা শেখার মত। আপনি ভুল করবেন, বারবার ভুল করবেন; আপনার পাশের মানুষগুলো হাসবে, আবার উৎসাহও দিবে। মনে রাখবেন,
You can learn a language only through making mistakes and correcting them, not through avoiding these mistakes; and that must be in practice.
You have to believe in the motto: “Learning through mistakes”.
Reason # 2
Giving much importance to reading and writing
যে কোন ভাষায় দক্ষতা অর্জন করতে হলে 4 Basic Skills অর্জন করতে হয়ঃ
১। Listening
২। Speaking
৩। Reading
৪। Writing
এখানে খেয়াল করুন, সব চেয়ে গুরুত্বপূর্ণ ১ম স্কিল হিসেবে Listening কে উল্লেখ করেছি, Reading বা Writing নয়। তার কারন কি? বাংলা ভাষার কথাই ধরুন, একটি শিশু তার খাতা, কলম, বই এর মাধ্যমে আনুষ্ঠানিক শিক্ষা শুরুর অনেক আগেই কিন্তু ভাষাকে ব্যবহার করা শুরু করে দেয়। আবার, ভাষা শেখার প্রধান উদ্দেশ্য যদি হয় যোগাযোগ, আমাদের দৈনন্দিন জীবনে তা যতটা না Reading ও Writing এর মাধ্যমে সম্পন্ন হয় তার চেয়ে অনেক বেশি গুন হয়ে থাকে Listening এবং Speaking এর মাধ্যমে।
সুতরাং, আপনি যদি Spoken English এ দক্ষতা অর্জন করতে চান তাহলে অবশ্যই অপনাকে প্রচুর পরিমানে Standard English শুনতে হবে, Imitate (অনুকরন) করতে হবে, Repeat করতে হবে এবং practically apply করতে হবে। ICT এর এই যুগে আপনার চারিপাশে অনেক resources রয়েছে যা থেকে আপনি সহজেই Listening Skill বাড়াতে পারেন। মনে রাখবেন, শুধুমাত্র বই থেকে পড়ে, খাতার উপর Vomit করার মাধ্যমে ভাল GPA পাওয়া সম্ভব কিন্তু, বাস্তবে Spoken English সম্ভব নয়।
Reason # 3
A Huge Gap between the Input and the Output
সুপ্রিয় পাঠক, আপনি কি কখনো কোন Rice Mill এ গিয়েছেন যেখানে ধান থেকে চাউল উৎপন্ন করা হয়ে থাকে। মনে করুন, আপনার পরিচিত কারো পাচ মন ধান Rice Mill এর Machine এর ভেতরে দেওয়া হল, এবং সেখান থেকে ধান ভাঙ্গার পর সে ৩ মন চাউল পেল। অন্য দিকে আপনি ২ মন ধান নিয়ে গিয়েছেন। সেক্ষেত্রে আপনি নিশ্চয় সর্বচ্চ দেড় মনের বেশি চাউল আশা করতে পারেন না।
উদাহরণটি কেন দিলাম বলুনতো?
Spoken English মুলত ধান থেকে চাঊল উৎপাদনের প্রক্রিয়ার মতই। অর্থাৎ আপনি যদি Speaking এ Skilled হতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রচুর পরিমানে English Listening করতে হবে।
অর্থাৎ, Output (Speaking) বেশি চাইলে, অবশ্যই আপনার Brain কে পর্যাপ্ত পরিমানে Input (Listening) দিতে হবে।
Reason # 4
Lack of Contextual Learning
আমাদের দেশের বেশিরভাগ মানুষের Effective English learning না হওয়ার পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে, আমারা বেশির ভাগই Spoken English শেখার চেষ্টা করি memorization ও writing based learning এর মাধ্যমে। এরকম অনেকে আছেন যারা Dictionary থেকে হাজার হাজার word মুখস্থ করেছেন কিন্তু কথা বলার সময় situation অনুযায়ী শব্দ খুজে পান না।
কিন্তু ঐ ব্যক্তিই যদি কোন একটি English movie দেখার পরে ১০ টি শব্দ শিখেন, তবে প্রত্যেকটি শব্দ শেখা হবে contextual, অর্থাৎ একটি শব্দের সঠিক উচ্চারন কি হবে, কিভাবে বাক্যে ব্যবহার করা হবে তা যেমন জানা যায়, একইভাবে প্রত্যেকটি শব্দের পেছনে একটি করে গল্প মনের মধ্যে গেথে থাকে, যা পরবর্তীতে অনুরুপ পরিবেশে অবলীলায় ব্যবহার করা সম্ভব হয়।
Reason # 5
Pronunciation, Accent & Fast Pace
আমার একজন Student একদিন আমার কাছে একটি সমস্যা নিয়ে এলো,
“স্যার, আমিতো English এর Reading & Writing এ মোটামুটি ভালই, কিন্তু যখনই কোন English Movie দেখতে যাই, তখন দেখি, ওদের কথা বার্তার বেশির ভাগই বুঝতে পারি না” “আবার কখনো যদি কোন Foreigner বা ভাল ইংরেজি বলতে পারা কারো সাথে ইংরেজিতে কথা বলতে যাই, তখন আমার কথা তাকে বোঝাতে পারি না”
আসলে এই সমস্যাটি বাংলা ভাষাভাষী অনেক English Speaker ই Face করে থাকে। মনে রাখতে হবে, প্রত্যেক ভাষারই তার নিজস্ব Standard accent আছে, এবং Pronunciation এর ভিন্নতা রয়েছে, যাকে Learning এর প্রত্যেকটি পর্যায়ে Constant Practice এর মাধ্যমে আয়ত্ত করতে হয়।
এছাড়াও, একজন Fluent speaker,অনেক Fast Pace অর্থাৎ দ্রুত গতিতে ইংরেজি বলে থাকেন, অনেক Reduced forms ব্যবহার করে থাকেন যাতে অভ্যস্থ হতে হলে, আপনাকে কিছু strategy follow করে, আগ্রহ সহকারে চেস্টা চালিয়ে যেতে হবে।
এবিষয়ে আমার পরবর্তী কোন Post এ কিছু Effective strategy নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই যা follow করলে খুব দ্রুতই Spoken English এর Pronunciation, Accent & Fast Pace related সমস্যা গুলো কাটিয়ে ওঠা সম্ভব বলে আমি মনে করি।
# Subscribe our YouTube channel to get updated with English learning lessons.
# Like our Facebook page to keep in touch.
✔Lecturer in English at Jhenaidah Cadet College, Jhenaidah, Bangladesh
✔Former Lecturer in English at Uttara University, Dhaka, Bangladesh
✔Content Writer of some of the websites on English Language and Literature
✔Video Content Creator on the YouTube channel, Speak English BD
✔Master Trainer of Continuous Assessment (CA)
✔Translator, NCTB
আমিও English -এ কথা বলতে চাই। কিন্তু পারি না